বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহিনী(২৮) কে গণধর্ষনের অভিযোগে ৩ যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষিতা ওই নারী বাদি হয়ে বুধবার রাতে মামলাটি দায়ের করেন। থানা পুলিশ আজ বৃহস্পতিবার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। মামলার আসামিরা হচ্ছেন, দিঘির পাড় গ্রামের নাঈম হাওলাদার(২৫), তাইজুল ইসলাম(২০) ও মৌলভী বাজার এলাকার ফোরকান সরদার(৩২)। মামলা সূত্রে জানা গেছে, পশ্চিম গুলিশাখালী গ্রামের( ছরোয়ার হোসেন খান নাম প্রকাশ না করার শর্তে) স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শুক্রবার মধ্যরাতে প্রতিবেশী ৩ যুবক ঘরে ঢুকে তার স্ত্রীকে হাত, মুখ বেঁধে ধর্ষণ করে।
২ সন্তানের মা নির্যাতিতা গৃহিনী বলেন, ধর্ষণের ঘটনা কাউকে জানালে আমার স্বামী ও আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুমকি দিয়েছে ওই ৩ যুবক। থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, গৃহিনীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আসামিদেরকে আটকের জন্য এলাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে। ##