শেরপুরের শ্রীবরদীর কিশোর রিক্সাচালক শাকিলের মরদেহ নিঁখোজের ৫দিন পর জামালপুরের ইসলামপুর থেকে উদ্ধার

0
409

শেরপুর থেকে আবু হানিফ :
নিখোঁজের ৫দিন পর শেরপুরের শ্রীবরদী উপজেলার শেখদি গ্রামের কিশোর রিক্সা চালক শাকিলের মরদেহের সন্ধান পেয়েছে তার পরিবার। শাকিল শেখদি গ্রামের কালা মিয়ার দুই ছেলে ৩ মেয়ের মধ্যে বড় ছেলে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিল ৫ নভেম্বর ব্যাটারি চালিত নতুন একটি রিক্সা নিয়ে শ্রীবরদী বাজারে যায়। সেখান থেকে ৩জন দুবৃত্ত যাত্রী বেশে শাকিলের রিক্সায় ওঠে একই উপজেলার ঝগড়ারচর বাজারের দিকে নিয়ে যায়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। পরে আজ তারা জানতে পারে শাকিলের মরদেহ পাশ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে জামালপুর জেলা হাসপাতালে গিয়ে আজ ৯ নভেম্বর শাকিলের মরদেহ সনাক্ত করে।
শাকিলের পরিবার ও প্রতিবেশীদের পক্ষ থেকে এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here