খবর৭১:প্রধানমন্ত্রীর নির্দেশনামতে দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় এ তালিকা দেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পাবনা জেলা বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে বলেন, মহাসচিবের একটি চিঠিসহ গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ এ তালিকা গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, আমরা আংশিক তালিকা পৌঁছে দিয়েছে। এ তালিকায় ১০৪৬টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে আরও তালিকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই তালিকা দেওয়ার পর এর একটি কপি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর৭১/জি