শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের পক্ষে ও নৌকা মার্কার সমর্থনে শরীয়তপুরের নড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নড়িয়া পৌরসভায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর সভাপতিত্বে ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদারের স ালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলী আহম্মেদ কাজী, মিজানুর রহমান আলম, ইউপি চেয়ারম্যান খন্দকার আলী হোসেন হোসেন, বাবুল মোল্যা, ডিএম শাহজাহান সিরাজ, মনির হোসেন সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শান্তু, এমএ আকবর, আদিল মুন্সী, যুবলীগ নেতা ভিপি মামুন মোস্তফা প্রমূখ।
সভায় বক্তরা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের ব্যাপক উন্নয়নের লক্ষে এনামুল হক শামীমকেই এমপি হিসেবে প্রয়োজন। সে লক্ষে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
খবর৭১/ইঃ