আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়িতে ২’শ ৬৫টি ইয়াবা ট্যাবলেটসহ হাবিব মন্ডল (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে র্যাব-১৩ (গাইবন্ধা) ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এতে উপজেলার বেতকাপা ইউনিয়নের বেতকাপা গ্রাম থেকে হাবিব মন্ডলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাবিব মন্ডল উক্ত গ্রামের আব্দুল হালিম মন্ডলের পুত্র। বিষয়টি নিশ্চিত করে র্যাবের গাইবান্ধা ক্যাম্পের উইং কমান্ডর (এএসপি) হাবিবুর রহমান জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামী হাবিব মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।
খবর৭১/ইঃ