পরিবহন ব্যবসার স্বার্থে সকলের সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে – সভাপতি শানু

0
269

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে ঃ পরিবহন মালিক ও সংগঠনের স্বার্থ রক্ষায় নবনির্বাচিত পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে। পরিবহন ব্যবসায় প্রসারে দেশের সকল মালিক ও শ্রমিক স্বার্থে সংগঠনগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট থাকবে। বুধবার রাতে নবনির্বাচিত কমিটির পরিচিতি উপলক্ষে বাস-মালিক ও সুধিজনদের সাথে মতবিনিময় সভায় নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. শাহনেওয়াজ হোসেন শানু এ কথা বলেন।
স্থানীয় সেনা অডিটরিয়ামে আয়োজিত সভায় শানু সদ্য শেষ হওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের উদ্দেশ্যে বলেন, কোন বিভেদ নয়, আমরা সংগঠনের স্বার্থে মিলে মিশে কাজ করতে চাই। এজন্য তিনি সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন, নবনির্বাচিত সহ-সভাপতি মো. আনোয়ারুল হাফিজ, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রয়েল, কোষাধ্যক্ষ মো. এহসান রসুল বিক্কু, সড়ক সম্পাদক মো. তাহজিবুল আলম মিন্টু, দপ্তর সম্পাদক মো. আরমান হামিদ, কার্যকরী সদস্য আব্দুল হক ও শানু-লিটন পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান লিটন।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা ও সৈয়দপুর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ শাখাওয়াৎ হোসেন খোকন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি তৌকির আহমেদ কেনেডি, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সিদ্দিকুল আলম সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শাহজাান সরকার বাবুল, সাংবাদিক আমিরুজ্জামানসহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here