খবর ৭১ঃ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি প্রতিবেশী বাংলাদেশের নজরে আনবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর যদি ওই মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সহজ হয়ে উঠবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাবটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ পরিবর্তন করে শুধু ‘বাংলা’ করতে চান। এটা তার একটি স্বপ্ন। ভারতের কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগে তার সেই স্বপ্ন অনেকটা এগিয়ে গেলো। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার কথা বলা হয়েছে।
খবর ৭১/ইঃ