খবর ৭১ঃ গণভবনের ব্যাঙ্কুয়েট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট ও ১৪ দলের নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বহুল আলোচিত সংলাপ শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সংলাপ রাত ১০: ৪০ এর দিকে শেষ হলে বের হন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
তবে এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে সংলাপ কার পক্ষে কতটা ফলপ্রসূ হলো, উভয়পক্ষে কতটা সমঝোতা হলো তা এখনো জানা যায়নি।
সংলাপে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ২০ জন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতা অংশ নিয়েছেন।
এরআগে সন্ধ্যা সোয়া ৫টায় ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসা থেকে রওনা হয়ে ৬টা ৪০ মিনিটে গণভবনে পৌঁছান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।