কালিয়া থানার বহুল আলোচিত ওসি শেখ শমসের আলীকে নড়াইলের পুলিশ লাইনে ক্লোজ

0
763

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া থানার বহুল আলোচিত-সমালোচিত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শমসের আলীকে অবশেষে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, দুপুরে নড়াইলের পুলিশ সুপার তাকে প্রত্যাহারসহ নড়াইল পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিলে ওই দিন রাতে তিনি নড়াইল পুলিশ লাইনে যোগদান করেছেন বলে কালিয়া থানা সুত্রে জানা গেছে। উল্লেখ্য যে, ওসি শেখ শমসের আলী নড়াইলের কালিয়া থানায় যোগদানের পর নানা ঘটনায় বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে আলোচিত হয়েছিলেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম),বলেন,অব্যাহতভাবে কালিয়া থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ওসি শেখ শমসের আলীকে নড়াইলের কালিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here