সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর এক মাস কারাদন্ড

0
351

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) :
সৈয়দপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক হওয়া পাঁচ মাদকসেবীকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম গোলাম কিবরিয়া ওই দন্ডাদেশ দেন। গতকাল মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্ত সৈয়দপুর বাঁশবাড়ী সাদরা লেন এলাকার খোরশেদ আলমের পুত্র মাসুদ রানা (২০), গার্ডপাড়ার মো. জামালের পুত্র বাবুল (২০), একই এলাকার শামিমের পুত্র রকি (১৮), নয়াবাজার গোয়ালপাড়ার আসলামের পুত্র মুন্না (২১) ও নতুন বাবুপাড়ার আসলামের পুত্র ছোটু আহমেদকে (২২) নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পাশা জানান, সোমবার পুলিশের মাদক বিরোধী অভিযানে শহেরর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ওইদিন সন্ধ্যায় থানার পৃথক পৃথক অভিযানিক দল গার্ডপাড়া, বাঁশবাড়ী, গোয়ালপাড়া থেকে প্রকাশ্যে মাদক সেবনকালে ওই পাঁচজনকে আটক করা হয়। পরে আটককৃতদের হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে। সেখানে তারা মাদক সেবনের কথা স্বীকার করলে আদালত প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here