খবর৭১ঃনতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নির্বাচন কমিশনে আবেদনকৃত ৭৬ টির মধ্যে নতুন ধারাই যোগ্য। সারাদেশে ৪২ জেলা, ১০২ উপজেলা কমিটি সহ ১৫৬ টি কমিটি, ২০০ করে ভোটারের স্বাক্ষর, গঠনতন্ত্র, বিধিমালা, ইশতেহার সহ সকল শর্ত পূরণ করে আবেদনের পরও এক রহস্যময় কারণে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচনের আগে নিবন্ধন না দিলে নতুনধারা বাংলাদেশে লাগাতার কর্মসূচী ঘোষণা করবে। কেননা, এখনো নিবন্ধন দেয়ার রাস্তা বন্ধ হয়ে যায়নি। যেহেতু জামায়াত নিষিদ্ধ হয়েছে, সেহেতু স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক আন্দোলন নতুন ধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন দেয়ার সময় এসেছে। এই সময়কে কাজে না লাগিয়ে আবারো স্বাধীনতা বিরোধীদেরকে শক্তিশালী করার চেষ্টা করলে সিইসির পদত্যাগের দাবীতেও আন্দোলন হবে।
৩০ অক্টোবর সকাল ১০ টায় সেগুনবাগিচাস্থ সেগুন রেস্তোরায় এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সংবাদকর্মী ও সামাজিক অঙ্গনে নিবেদিতদের সৌজন্যে অনুষ্ঠিত সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, ফজলুল হক, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, চঞ্চল মেহমুদ কাশেম, আলতাফ হোসেন রায়হান, ডেইলি টাইম বাংলার সম্পাদক ডা. সুলতানা রিক্তা, গাজী একরামুল হক লিটন, লায়ন সাঈদুজ্জামান জাহিদ, রোটারিয়ান সুদেব চক্রবর্তী সিআইপি, ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের, মুমতাহিনা মুন, মহাসচিব হাসিবুল হক পুনম, নোয়াখালী এনডিবির সভাপতি আনোয়ার হোসাইন ভূঁইয়া, গোপালগঞ্জ এনডিবির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ, নীলফামারি শাখার সহ-সভাপতি ইমানুর রহমান উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ