ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনয়ন দৌঁড়ে আওয়ামীলীগ ও তার সমর্থিত জোটের প্রার্থীদের মধ্যে বর্তমান সময়ে আলোচনার শীর্ষে আছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শেখ মোঃ আমিনুর রহমান হিমু ও বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির নেতা শেখ হাফিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে ভোটার সংখা ৩ লক্ষ ২ শ’ ৩৭জন। সদর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে এ আসন। এ আসনে আওয়ামীলীগের দুই ডজন সহ ১৪ দলীয় জোটের অন্তত চারজন মনোনয়ন প্রত্যাশী হলেও তৃণমূলসহ ঢাকা লবিং এ এগিয়ে আছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য শিক্ষানুরাগী, সমাজসেবক শিল্পপতি শেখ মোঃ আমিনুর রহমান হিমু। অপরদিকে, জোটের হয়ে তুমুল মনোনয়ন লড়াইয়ে নেমেছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামে ভবন, মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণ সহ ব্যাক্তি টাকায় কোটি কোটি টাকার নানা উন্নয়ন কর্মকান্ড করায় তৃণমূলে আমিনুর রহমান হিমু বেশি ইতিবাচক প্রভাব ফেলেছেন। তার জনপ্রিয়তাও বেড়েছে কয়েকগুণ বেশি। অপরদিকে, ১৪দলীয় জোটের প্রার্থী হিসাবে শেখ হাফিজুর রহমান পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হতে দলীয় নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। আমিনুর রহমান হিমু বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শকে নড়াইল-২ আসনের সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে দীর্ঘদিন কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়েই দেশ এগিয়ে যাচ্ছে। আবারো জনগণ তাঁকে ক্ষমতায় দেখতে চায়। অন্যদিকে, শেখ হাফিজুর রহমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে পুনরায় মনোনয়ন পেতে চাইছেন।
উল্লেখ্য,২০০১ সালের নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ সভাপতি (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু শেখ হাসিনা এ আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনে বিএনপি জোটের পক্ষে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শহিদুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত (দশম জাতীয় সংসদ) নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের প্রার্থী হিসাবে শেখ হাফিজুর রহমান (নৌকা প্রতিক) সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয় আওয়ামীলীগ নেতারা দলীয় মনোনয়ন পেতে এখন জোটের নেতাদেরই বেশি ভয় পাচ্ছেন।
খবর৭১/ইঃ