রেদোয়ান জনিঃ
মিরসরাইয়ে গাছ কাটার সময় পা ছিটকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম আবদুল কাদের (৪৪)। তিনি উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আজমনগর গ্রামের বাসিন্দা। আবদুল কাদের দুই ছেলে ও দুই মেয়ের জনক। সোমবার (২৯ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত আবদুল কাদের দৈনিক মজুরীতে এলাকার স্থানীয় লোকজনের কাজ করে থাকেন। সোমবার সকালে তার বাড়ির পাশের জনৈক ব্যক্তির বাড়িতে গাছের ডাল কাটার সময় পা ছিটকে গাছ থেকে ডাল ভেঙ্গে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এবিষয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবদুল কাদের দীর্ঘদিন যাবৎ গাছ কাটার কাজ করেন। সোমবার সকালে একটি গাছ কাটার সময় হঠাৎ গাছ নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
খবর৭১/ইঃ