বিকল্পধার‌ায় বিএনপি নেতা ম‌বিন ও মিলন

0
508

খবর৭১ঃবিএন‌পির সা‌বেক ভাইস চেয়ারম্যান শম‌সের ম‌বিন চৌধুরী, ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি সা‌বেক প্র‌তিমন্ত্রী গোলাম সা‌রোয়ার মিলন ও সাবেক মন্ত্রী (এরশাদ সরকার) নাজিম উদ্দিন অাল অাজাদ বিকল্পধার‌া বাংলাদেশে যোগ দি‌য়ে‌ছেন।
শুক্রবার বিকালে তারা একিউএম বদরুদ্দোজা চৌধুরী হাতে ফুল দিয়ে দলে যোগ দেন। এর আগে বিকল্প ধারার অঙ্গ সংগঠন বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিলে যোগ দেন তারা। পরে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী তাদের অামন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসেন।
বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ নাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং আজ ২০ দল ছেড়ে অাসা লেবার পার্টির একাংশ মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীও উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here