হবিগঞ্জ-২ আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নওশেদের গণসংযোগ

0
351

মো. আব্দুল বাছিত
সিফডিয়া, সিলেট প্রতিনিধি   ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমেরীগঞ্জ) আসনে
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী
সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন ব্যাপকভাবে
গণসংযোগ চালাচ্ছেন। এসব গণসংযোগে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে
শুরু করে বেশিরভাগ তরুণ সমাজ অংশ নিচ্ছেন। গত বৃহস্পতিবার বিকেলে
বানিয়াচংয়ের বড়বাজারস্থ স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে তার নেতৃত্বে এক বিশাল
জনসভার আয়োজন করা হয়। এসময় এই তরুণ ছাত্রলীগ নেতা বলেন, হবিগঞ্জ-২
(বানিয়াচং-আজমেরীগঞ্জ) আসন বরাবরই নৌকার ঘাটি। এ সংসদীয় আসনে
নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই ঐক্যদ্ধভাবে কাজ করে বিজয়ী করতে এলাকার
আপামর জনতা সর্বদা প্রস্তুত। তিনি আরো বলেন, তরুণরা পরিবর্তনের কারিগর।
তরুণদের নেতৃত্ব সমাজের মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। বানিয়াচং-
আজমেরীগঞ্জকে একটি আধুনিক ও উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে
তরুণদের হাতে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। এলাকার সার্বিক উন্নয়নের জন্য
তরুণরা ঐক্যবদ্ধভাবে থাকলে উন্নয়ন নিশ্চিত। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান,পাড়া-
মহল্লা,মসজিদ-পূজামন্ডপ, পথঘাটে মানুষের সাথে কুশল বিনিময় করে
প্রতিদিনই নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগের পাশাপাশি তিনি
সাধারণ মানুষের কাছে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে
ধরছেন। উল্লেখ্য, নওশেদ উদ্দিন সুজনের বাড়ি বানিয়াচং গ্রামের সাউদপাড়া।
তিনি ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষের
স্নাতকোতর ডিগ্রি
অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দিন হলের সহসম্পাদক, ঢাকা
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক এবং সর্বশেষ বাংলাদেশ
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি (সোহাগ-জাকির) এর যুগ্ম সাধারণ সম্পাদক
হিসেবে দায়িত্ব পালন করেছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here