আবু রায়হান, দুপচাঁচিয়া(বগুড়া)সংবাদদাতাঃ
বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার চৌমুহনীর বাবুর বাগান
নামক স্থানে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রোলারের নিচে পড়ে রহিম
বাদশা(৫৫) নামের এক শ্রমিক মারা গেছেন। নিহত রহিম আদমদীঘির শিবপুর
গ্রামের শামসুদ্দিন আকন্দের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া-নওগাঁ সড়কের
মেরামতের কাজ চলছে। ঘটনাস্থলে রোলার দিয়ে সড়কে কাজ চলছিল। রহিম বাদশা
নামের শ্রমিক রোলারের সামনের চাকায় পানি দেওয়ার সময় পা পিছলে পড়ে যায়।
সঙ্গে সঙ্গে চলন্ত রোলারের চাকায় তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দূর্ঘটনার পরপরই রোলারের চালক আব্দুস সামাদ পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান বলেন,
দূর্ঘটনার পর পরই পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পক্ষ থেকে থানায় কোন
অভিযোগ করা হয়নি।
খবর৭১/ইঃ