খবর ৭১ঃ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। ইতিমধ্যেই ২-০ সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ – জিম্বাবুয়ে। শেষ বেঙ্গল ম্যাচে বাংলাদেশ দলে ২ টি পরিবর্তন এসেছে।দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। সাইফুদ্দিনের বলে সরাসরি বোল্ড আউট হন সী ফেস জিওয়ার(০)। ৬ রানে দ্বিতীয় উইকেট হারাশ জিম্বাবুয়ে। আবু হায়দার রনির বলে মাসাকাদজা দুই রান করে বোল্ড আউট হন।