খবর৭১:শুক্রবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় মেট্রোরেলের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপি দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, দলটি যাদেরকে কোণঠাসা করে রেখেছিল, তাদেরকেই আবার দলে ভেড়াতে চাইছে।
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন বাংলাদেশের ইতিহাস বলে, আন্দোলনে যারা বিজয়ী হতে পারে না, তারা নির্বাচনেও বিজয়ী হতে পারে না। তারা আরো বাড়ুক। নেতায় নেতায় ঐক্য হোক। তাতে জনতার কি?’
তিনি আরো বলেন, ‘নিরপেক্ষ সরকারের দরকার নেই, নিরপেক্ষ নির্বাচন কমিশনের দরকার। নির্বাচন যখন হবে তখন তা হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়।’
খবর৭১/জি