সেলফি তোলার অনুরোধ নিয়ে ছুরি আঘাত

0
365

খবর৭১:ভারতের বিশাখাপত্তনম বিমানবন্দরে ছুরিবিদ্ধ হলেন অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা ও ওয়াই এস আর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি। সেলফি তোলার অনুরোধ নিয়ে এক যুবক তাঁর কাছে এসে তাঁর হাতে ছুরি চালায়।

এ ঘটনায় হামলাকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ঘটনাটর দিন হায়দরাবাদ যাওয়ার উদ্দেশে বিশাখাপত্তনম বিমানবন্দরে এসেছিলেন জগনমোহন রেড্ডি। সেই সময় এ ঘটনা ঘটে।

আরো জানা গেছে, হামলাকারী কোনও ভাবেই চায় না আগামী নির্বাচনে জগন ক্ষমতায় আসুক। সেই কারণেই হামলা চালায় সে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারী বিমানবন্দরেরই ক্যান্টিন কর্মী। তার নাম শ্রীনিবাস।

হামলাকারীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে জগন রেড্ডির সঙ্গে সেলফি তুলতে চান। সেলফি তুলতে জগন রেড্ডি রাজি হলে তাঁর কাছে গিয়ে হঠাৎ করেই ছুরি চালায় সে।

উপস্থিত নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিলেও প্রশ্ন উঠেছে বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।
এদিকে ওয়াই এস আর কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলুগু দেশম পার্টির মদতেই এই হামলার ষড়যন্ত্র করা হয়েছে।

জগন রেড্ডির ওপর হামলার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন তেলুগু দেশম নেতা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
সূত্র: আনন্দবাজার

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here