খবর ৭১: ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ইসরাইলের গুলিতে এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয় বুধবার ২১ বছর বয়সী মোহাম্মদ বিশারদকে ওয়েস্ট ব্যাংক এর তামুল গ্রামে ইসরাইলের সেনাবাহিনী তাকে হত্যা করে। এতে আরো তিনজন আহত হন যদিও তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইজরাইলের সেনাবাহিনী বিক্ষোভের ওপর তাজা বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গত সোমবার ইসরাইলের সেনাবাহিনী মোহাম্মদ আরিফ নামের ৪২ বছরের এক ফিলিস্তিনিকে কে হত্যা করে।