খবর ৭১ঃ আফগানিস্তানে তালেবান প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র। মোল্লা আব্দুল গনি বারাদার ছিলেন মোল্লা ওমরের দ্বিতীয় ব্যক্তি এবং আফগানিস্তান তালেবান সামরিক বাহিনীর সমন্বয়ক। গত৮ বছর আগে পাকিস্তানের করাচিতে তাকে আটক করা হয়। বিবিসির সংবাদদাতা জানিয়েছেন সম্ভবত তাকে আফগান সরকার এবং অন্যান্য বাহিনীর সাথে আলোচনা করার জন্য মুক্তি দেয়া হয়েছে। তবে তালেবান সূত্রে বিবিসি কে জানানো হয়, আলোচনার জন্য নয় সে অসুস্থ ছিল তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে। যদিও পাকিস্তান চাচ্ছে তিনি শান্তি আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। এবং আশা করছে সে এই দায়িত্ব পালন করবে।