খবর৭১ঃমিষ্টির শিরাতে তেলাপোকা থাকা ও নোংরা স্থানে মিষ্টি তৈরির কারণে রাজধানীর উত্তর কাফরুলের ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মিরপুরের পাইকপাড়ার ঢাকা মুসলিম সুইটস এন্ড বেকারীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাজধানীতে পরিচালিত ভেজালবিরোধী অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ এ জরিমানা করেন।
প্রতিষ্ঠানটির পরিচালক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খবর৭১/এসঃ