প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লোহাগড়ায় সংবাদ সম্মেলন

0
348

এসকে,এমডি ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডসহ বিএনপি জামায়াতের নাশকতার ভিডিও চিত্র এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী নড়াইলের লোহাগড়ায় শেষ হয়েছে। বাংলাদেশকে একটি প্রগতিশীল,অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে গত ৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নের গুরুত্বপূর্ণূ পয়েন্টে এসব কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী শেষে বুধবার সকালে (২৪ অক্টোবর) লোহাগড়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে বুধবার লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়ক উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লেঃ কমান্ডার(অবঃ) এ এম আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডসহ ২০০১ থেকে ২০১৫ পর্যন্ত বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের মাধ্যমে হত্যা, ভাংচুর,ধ্বংসলীলার ভিডিও চিত্র এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনের মাধ্যমে লোহাগড়ার সর্বস্তরের মানুষকে সচেতন করতে ও ২০৪১ সালের মধ্যে এক অনন্য সুখী,সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে এ কর্মসূচী পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, সহকারী অধ্যাপক মিরাজুল ইসলাম, শেখ ওহিদুজ্জামান বাচ্চু, শ্রমিকলীগের পৌর আহবায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here