সুন্দরগঞ্জে ৩’শ ২০টি ইয়াবাসহ মাদক করবারী আটক

0
389

খবর৭১:আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩’শ ২০টি ইয়াবা ট্যাবলেটসহ হুমায়ুন কবীর নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ১৩ (গাইবান্ধা)।
থানা সূত্রে জানা যায়, সোমবার দিন গত গভীর রাতে র‍্যাব-১৩ (গাইবান্ধা) ক্যম্পের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এতে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে হুমায়ুনকে আটক করা হয়। মাদক কারবারী হুমায়ুন কবীর ঐ গ্রামের মৃত সিরাজুল হক সরকারের পুত্র। তার বিরুদ্ধে র‍্যাব’র পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামী হুমায়ুন কবীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালতে আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সুন্দরগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াহেদ জানান, গ্রেপ্তারকৃত আসামী হুমায়ুনকে আদালাতে পাঠানো হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here