খবর ৭১: চীনে সমুদ্রের উপর তৈরি করা বিশ্বের সবচেয়ে ভয়ংকর এবং বৃহত্তর সেতুটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হচ্ছে। সেতুটির দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এই সেতুটি চীনের মূল ভুখন্ডের সাথে হংকং কে যুক্ত করবে। সমুদ্রের উপর তৈরি করা এই ব্রীজের ছয় কিলোমিটার অংশ পানির নিচ দিয়ে তৈরি করা হয়েছে যাতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকে। সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে ২০ বিলিয়ন ডলার এবং সময় লেগেছে নয় বছর। ধারণা করা হচ্ছে সেতু টি দিয়ে চীনের ১১ টি বিভিন্ন শহরের প্রায় ৬৮ মিলিয়ন লোক যাতায়াত করতে পারবে। চীনের প্রেসিডেন্ট শি জিং পিং আজ মঙ্গলবার সেতুটির উদ্বোধন করবেন। এই সেতুটির ফলে তিন ঘন্টার পথ ৩০ মিনিটে পাড়ি দিতে পারবে। সেতু দিয়ে একবার যাতায়াত করতে প্রতিটি বাস কে গুনতে হবে ৮ থেকে ১০ ডলার।