খবর ৭১: আপনি কী জানেন দীপিকা এবং রণবীর বিয়ের জন্য কেন ১৫ নভেম্বর কে বেছে নিয়েছেন? এর কারণ হলো ২০১৩সালের ১৫ নভেম্বর তাদের প্রথম ছবি রামলীলা মুক্তি পায়।
আরো জেনে অবাক তাদের বিয়েতে অনুষ্ঠানে মাত্র ৩০ জন অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে, যারা কি না তাদের পরিবারের সদস্য।
এমনকি বিয়ের অনুষ্ঠানে অতিথিরা তাদের মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না।
বিয়ের পোশাক কে ডিজাইন করেছে তাও এখন পর্যন্ত জানা যায়নি।
বর এবং কনে পক্ষ থেকে আলাদা আলাদা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রথম দিন সাউথ ইন্ডিয়ার আদলে হবে দীপিকার পক্ষ থেকে অন্য দিন নর্থ ইন্ডিয়ান আদলে অনুষ্ঠান হবে রণবীর এর পক্ষ থেকে।