মাগুরা জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিম গ্রেফতার

0
397

খবর৭১ঃপেট্রল বোমা হামলার চার্জশিটভূক্ত আসামি মাগুরা জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিমকে পুলিশ গ্রেফতার করেছে।

নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার দুপুরে সদর থানা পুলিশ তাকে শহরের ভায়নার মোড় এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, রহিম মাগুরার মঘির ঢাল এলাকায় পেট্রল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতদের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভূক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভায়নার মোড় হাজিরোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, রহিম নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে সংঘবদ্ধ হচ্ছিল বলে পুলিশের কাছে খবর রয়েছে। যার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here