এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শুক্র ও শনিবার (১৯ ও ২০ অক্টোবর) নান্দাইল আসনে মনোনয়ন প্রত্যাশী (২০০৮ সনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত) ডেপুটি এর্টনী জেনারেল এ্যাডভোকেট আব্দুল হাই উপজেলার সিংরইল, খারুয়া, গাংগাইল ও রাজগাতী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় সারাদেশে মানুষের মৌলিক অধিকার সহ বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নে নৌকায় মার্কায় ভোট দিন।’ তিনি ২দিনব্যাপী গণসংযোগে দেওয়ানগঞ্জ বাজার, হরিপুর বাজার, রাজগাতী ইউনিয়নে পূর্বদরিল্লা বাজার, গাংগাইল ইউনিয়নে গয়েশপুর- সিরামপুর মাদরাসায় মিলাদ মাহফিলে যোগদান, মুক্তিযোদ্ধা সংসদ, নান্দাইল প্রেসক্লাব ও শাহনেওয়াজ পাঠাগারে উপস্থিত নেতৃব্দৃ ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নান্দাইল আসনে নৌকার মনোনয়ন বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যথাসময়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করবেন। তিনি বলেন, নেত্রী যাকেই মনোনয়ন দিবেন তাঁর পক্ষেই নৌকার সমর্থনে কাজ করে যাবেন। এছাড়া তিনি আরও বলেন, নিজের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আমি আস্থাশীল। এসময় জনগণ বলেন, “নৌকা নিয়ে আসেন, আমরা আপনার সাথে আছি”। এসময় নান্দাইলের তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ যথাক্রমে মাহবুবুর রহমান মজনু, মোনায়েম খান, রাজু আহম্মেদ রতন, বোরহান মিয়া, গৌরাঙ্গা চন্দ্র সরকার, সুবোধ চন্দ্র সরকার, আকরামুল ইসলাম, জহিরুল ইসলাম, মোঃ রনি প্রমুখ দলীয় নেতা-কর্মীবৃন্দ সাথে ছিলেন।
খবর৭১/ইঃ