খবর৭১:কলার খোসার অনেক ব্যবহার রয়েছে। ত্বকের যত্ন থেকে শুরু করে রান্নার কাজেও কলার খোসা অনন্য।
আমরা সাধারণত কলা খেয়ে খোসা ফেলে দেই। এটাই স্বাভাবিক। অনেকেই অন্যান্য ফল ও সবজির খোসার স্বাস্থ্যগুণ সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু কলার খোসার বেশ কিছু চমকপ্রদ ব্যবহার রয়েছে। এগুলো জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
চামড়ার পণ্য পরিষ্কারকরণ
এটা দারুণ এক গুণ। এর সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না। এর খোসার ভেতরের দিকটা জুতার মতো বিভিন্ন ধরনের পণ্য পরিষ্কার করার কাজে অনবদ্য। এর খোসায় আছে ময়েশ্চার এবং তেলতেলে উপাদান।
কাজেই পলিশের কাজে এটা দারুণ এক জিনিস। হালকাভাবে ঘষতে থাকলে পুরনো চামড়ার পণ্যও নয়া দেখাবে।
ঘরে থাকা উদ্ভিদ সাফ করা
ঠিক চামড়ার পণ্যের মতোই কাজ করে। ঘরে উদ্ভিদ রাখলে কয়েক দিনের মধ্যেই এর পাতাগুলোতে ধুলোবালি পড়ে যায়। কেবল ঝাড়ু দিয়ে সাফ হয় না। এতে গাছের চকচকে ভাব নষ্ট হয়। কলার ছোলকা দেখাতে পারে জাদু। খোসার প্রাকৃতিক তেল পাতাগুলোকে প্রাণবন্ত করে তোলে। একেবারে সতেজ ও ঝকঝকে দেখাবে যদি কলার খোসা দিয়ে তা সাফ করেন।
দাঁতের ময়লা দূর করতে
ঝকঝকে সাদা দাঁতের জন্যে কলার খোসার গুণের কথা বেশিরভাগা মানুষই জানেন না। ছিলকায় থাকা ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম দাঁতের এনামেল পরিষ্কার করে। এই খোসা ভালোমানের টুথপেস্টের চেয়েও বেশি কার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা।
খবর৭১/জি