বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

0
337

খবর৭১:বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ম্যাচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার একটি মহড়া অনুষ্ঠিত হয় মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে।

এসময় বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে কিভাবে ক্রিকেটারদের নিরাপত্তা দেয়া হবে তার প্রদর্শনী করেন ডিএমপি। তাছাড়া বিশেষ নিরাপত্তায় থাকবে ডক স্কোয়াড।

মহড়া অনুষ্ঠানে অংশ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাব এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া ক্রিকেটারদের যাতায়াত এবং ম্যাচ চলাকালীন রুফটপ ডিউটি এবং টহলের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান নিরাপত্তা বাহিনী। টিকিট কালোবাজার রোধে বিশেষ পাহারা থাকবে পুলিশের।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here