ম্যাচ শেষে বড় দুঃসংবাদ দিলেন মেসি

0
358

খবর৭১:সেভিয়ার বিপক্ষে শুরুটা ঝরঝরে করে বার্সেলোনা। খেলার ২ মিনিটে অধিনায়ক লিওনেল মিসের বাড়ানো বলটাকে বক্সের ভেতর থেকে জালে জড়াতে খুব বেশি কষ্ট হয়নি ফিলিপে কৌতিনহোর। ১২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

এরপরই আসে সেই ভয়ংকর মুহূর্ত। ১৫ মিনিটে সেভিয়ার লুকাস ভাসকুয়েজের সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন মেসি। প্রথমে মনে হচ্ছিল কাঁধে কিছুটা আঘাত পেয়েছেন। বার্সেলোনার ফিজিও দ্রুত মাঠে প্রবেশ কারে তাকে বাইরে নিয়ে যান।

টিভি রিপ্লেতে দেখা যায়, পড়ে যাওয়ার সময় ডান হাতের হাতটা ঠিকমতো মাটিতে ফেলতে পারেননি। কনুইতে বেশ ভালো আঘাতই পেয়েছেন খুদে জাদুকর।

হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠ ছাড়ার পর তার বদলি হিসেবে নামানো হয় ওসমানে ডেম্বেলেকে। ম্যাচ শেষে মেসি দিলেন আরো বড় দুঃসংবাদ। অন্তত তিন সপ্তাহ তাকে থাকতে হবে মাঠের বাইরে। আর তাই আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তাকে পাবেন না কোচ আর্নেস্তো ভালভার্দে।

সেভিয়ার বিপক্ষে ৪-২ ব্যাবধানে ( সুয়ারেজ ৬৪ মিনিটে এবং রাকিটিচ ৮৮ মিনিটে গোল করেছেন) ম্যাচটা জিতলেও বড় মূল্যই চুকাতে হয়েছে বার্সাকে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here