খবর৭১:নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বাস পুকুরে উল্টে গিয়ে তিনজন নারীসহ অন্তত সাতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।
শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটে ভারতের অাসামের নলবাড়ি জেলায়।
পুলিশ বলছে, অাসাম রাজ্য পরিবহণের ওই বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। বাসটি গুয়াহাটি থেকে বরপেটার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে বাসটি আসছিল। আদাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সোজা গিয়ে রাস্তার পাশে একটা বড় পুকুরে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, হঠাৎ বিকট একটা শব্দ; তার পরই চিৎকার-চেঁচামেচির আওয়াজ কানে আসে। ছুটে গিয়ে দেখেন একটা বাস পুকুরের মধ্যে উল্টে পড়ে আছে। ভেতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চৎেকার করছেন।
আশপাশের লোকজন ছুটে গিয়ে দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পুলিশও ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর৭১/জি