সংসদের শেষ অধিবেশন বসছে রোববার

0
317

খবর৭১ঃদশম জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন রোববার থেকে শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় অধিবেশন বসবে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী এটিই হতে পারে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।

এরআগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা এ সভায় অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিল পাস হবে, নতুন কোন বিল উত্থাপন করার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

সংবিধান অনুযায়ী চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের কাউন্ট ডাউন শুরু হবে ২৮ অক্টোবর থেকে। সে হিসেবে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

সংসদের আইন শাখা সূত্র জানায়, চলতি অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হবে। সংসদের ২২তম অধিবেশনটি শেষ হয়েছিল ২০ সেপ্টেম্বর। শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর। সেই অধিবেশন ১০ কার্যদিবসের মধ্যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১৮টি বিল পাস করার রেকর্ড গড়ে দশম সংসদ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here