আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্যাপুরে মুরগী ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে হাবিবকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার দুপুর এলাকার এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এ দাবী জানান। এরআগে গত বৃহস্পতিবার উপজেলার
জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আকবর হোসেনের ছেলে মুরগীর ব্যবসায়ী হাবিবকে তার নিজ বাড়িতে ছুড়িকাঘাতে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর
থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
খবর৭১/এসঃ