নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ নান্দাইল উপজেলায় উলামায়ে কেরাম ও তাবলীগী সাথীদের উদ্যোগে শনিবার (২০অক্টোবর) সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ আব্দুল মতিন ভূইঁয়া, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইঁয়া, এডভোকেট কবির উদ্দিন ভূইঁয়া উপস্থিত ছিলেন। নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উলামায়ে কেরাম ও তাবলীগী সাথীদের উদ্যোগে ওযাহাতি জোড় মহা সমাবেশে “জোড়ের ঘোষনা পত্র” তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন, হযরত মাও: আব্দুর রহিম মুফতি- কাকরাইল মসিজদ ঢাকা, হযরত মাও: কিফায়াতুল্লাহ আল আযহারী- খতিব আত্ তাকওয়া জামে মসজিদ ঢাকা, হযরত মাও: জাকির হোসেন- সুকিম কাকরাইল ঢাকা, প্রফেসার হাফেজ হাফিজুদ্দীন- আহলে শোরা মোমেনশাহী মারকাজ, প্রফেসার তাজুল ইসলাম কাকরাইল মসজিদ ঢাকা, হযরত মাও: খালেক সাইফুল্লাহ সাদী- সভাপতি ইতেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটি, হযরত মাও: আবু কালাম আজাদ সাধারণ সম্পাদক ইতেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটি, হযরত মাও: মুফতি আমীর বিন আহমাদ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইতেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটি, হযরত মাও: মুফতি শরীফুর রহমান- সাংগঠনিক সম্পাদক ইতেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটি হযরত মাও: মঞ্জুরুল হক খতিব, নিউ মার্কেট জামে মসজিদ মোমেনশাহী সদর, হযরত মাও: গোলাম মস্তুফা মোহতামিম অলি মাহমুদ মাদরাসা নান্দাইল প্রমুখ। মাও: ওয়ালী উল্লাহ ও মাও: আমরুল্লাহ পরিচালনায় উক্ত ওয়াজ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম সহ হাজার হাজার মুসুল্লিরা অংশ গ্রহণ করেন।
খবর৭১/ইঃ