সাকিব-তামিমকে ছাড়াই প্রস্তুত বাংলাদেশ

0
288

খবর৭১ঃএশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে চোটপান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে জানুয়ারিতে ঘরের মাঠে খেলা সর্বশেষ ম্যাচে চোটাক্রান্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের দুইজন তারকা ক্রিকেটার আঙুলের চোটের কারণে মাঠের বাইরে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তামিম ইকবালের ফেরার সম্ভাবনা থাকলেও সাকিবকে মাঠের ক্রিকেটে ফিরতে কয়েক মাস অপেক্ষা করতে হবে।

দেশের গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপ খেলেছে বাংলাদেশ। আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজেও তাদের পাওয়া যাবে না। সেটা যেনেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল।

সাকিব-তামিমকে ছাড়া জিম্বাবুয়ে সিরিজ খেলা প্রসঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘এশিয়া কাপে ওদের দুইজনকে ছাড়া যেভাবে যেই ধরণের ক্রিকেট খেলে এসেছি। এখানেও সে ভাবেই খেলার পরিকল্পনা আছে আমাদের। সাকিব-তামিম থাকবে না, এটা আগে থেকেই সবাই জানে। সেভাবেই সবাই প্রস্তুতি নিয়েছে, সেরা পারফর্মেন্স দেয়ার জন্য যা যা দরকার সবাই তাই করেছে। কাল খেলা, সবাই যেটা চাচ্ছে, সেটা যেন করতে পারি।’

সবশেষ জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। আট মাস পর ঘরের মাঠে ফের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘অবশ্যই, অনেক দিন পর হোমে খেলতে নামছি। ভালো ক্রিকেট খেলার ব্যাপারে সবাই আত্মবিশ্বাসী।’

জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশ দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে এমন ৪টি সিরিজ আছে খেলার মত, আন্তর্জাতিক ক্রিকেট প্রস্তুত হওয়ার জন্য। আর আমাদের জন্যও ভালো হয়েছে। ওরা ওদের সেরা দলটা পাঠিয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here