নওগাঁ-৬ আসনে ইসরাফিল আলম এমপির মোটর সাইকেল শোডাউন

0
430

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নৌকার পক্ষে ইসরাফিল আলম এমপির মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ শোডাউন শুরু হয়ে নির্বাচনী এলাকা নওগাঁ -৬ এর (রাণীনগর-আত্রাই) দুই উপজেলা সদরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরাই সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাই নেতৃত্ব দেয় নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।

এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: এবাদুর রহমান, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন মো: সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুবলীগের সভাপতি মো: সিরাজুল ইসলাম চাঁন প্রমুখ। এছাড়াও শোডাউনে কয়েক হাজার মোটরসাইকেল, ট্রাক, মাইক্রো বাস ও ভটভটিসহ দুই উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করেন।#
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here