দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল পৌর এলাকার দুর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন। গত বুধবার সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কুশল বিনিময় করেন ও তিনটি বারোয়ারি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে পৌরসভার পক্ষ হতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, এমরান আলী রিপু, সাবু প্রামানিক, তানভীর আহম্মেদ ফেরদৌস, শাহিনুর ইসলাম শাহিন, আ’লীগ নেতা মাহবুব আলম মাবুদ, তছলিম উদ্দিন, আব্দুর রহিম, খোকন তরফদার, মাসুদ আলী প্রমূখ।
খবর৭১/ইঃ