দেশ, সমাজ ও সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে জেলা প্রশাসক বগুড়া

0
365

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দেশ, সমাজ ও সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। ১০বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। গৃহহীন ও ভূমিহীনদের সরকার পুনর্বাসন করছেন, বিদ্যুতের সুবিধা সকলেই পাচ্ছেন, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছেন। আগামীতে দেশের একজন মানুষও বিদ্যুৎ বিহীন থাকবে না। দেশের উন্নয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিয়ে এবং শিশু ও নারী নির্যাতন শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। এসময় সামাজিক অবক্ষয় থাকলে উন্নয়ন ব্যাহত হবে। এক্ষেত্রে ভেদাভেদ ভুলে গিয়ে সমাজের প্রতিটি মানুষকে একসাথে কাজ করতে হবে। বৃহস্পতিবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে নবাগত বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মাহবুবার রহমান তালুকদার, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক এম, সরওয়ার খান প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসকে জনবান্ধব করার লক্ষ্যে সেবাগ্রহিতাদের জন্য ভূমি অফিসে নির্মিত ভূমি সেবা পাঠশালার উদ্বোধন করেন। পরে সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন এবং পৌর এলাকার শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here