খবর৭১ঃবিশ্বকাপ হতাশা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না জার্মানি। হাজারো প্রচেষ্টার পরও হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফের পরাজয়ের কটু স্বাদ নিতে হল তাদের। আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে জার্মানদের ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এ নিয়ে উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেলেন ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে প্যারিসের আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুটা ছন্দময় করে জার্মানি। স্বস্তির নিঃশ্বাস ফেলার গল্প লেখার ইঙ্গিত দেন জার্মানরা। ১৩ মিনিটে তাদের লিড এনে দেন টনি ক্রস। লেরয় সানের কাটব্যাক পল পগবার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন ক্রস।
এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় জার্মানি। মুহুর্মুহু আক্রমণে ফ্রান্সকে চেপে ধরেন অতিথিরা। একাধিক সুযোগও তৈরি করেন জোয়াকিম লোর শিষ্যরা। তবে প্রথমার্ধে আর প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেননি তারা।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোর্ধে মরিয়া হয়ে পড়ে ফ্রান্স। শুরু থেকেই ঝটিকা অভিযান চালান ফরাসিরা। এ যাত্রায় সফলও হন তারা। ৬২ মিনিটে দলকে সমতায় ফেরান গ্রিজম্যান। লুকা অ্যারনদেসের ক্রসে দুর্দান্ত হেডে নিশানাভেদ করেন তিনি।
সমতায় ফিরে ‘পাওয়ার ফুটবলের’ পসরা সাজিয়ে বসে ফ্রান্স। ফলে কোণঠাসা হয়ে পড়ে জার্মানি। এগিয়ে যেতেও বেগ পেতে হয়নি দিদিয়ের দেশমের শিষ্যদের। ৮০ মিনিটে ঠিকানায় বল পাঠান গ্রিজম্যান। ডি-বক্সে ব্লেইস মাতুইদিকে মাটস হুমেলস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে বল জালে জড়াতে মোটেও ভুল করেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের ভাগ্য লিখে দেয়। হয়ে থাকে জয়সূচক গোল।
এ নিয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-১ এর টেবিলে শীর্ষে উঠল ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জার্মানি।