খবর৭১ঃশোরের অভয়নগরে জাতীয় সংসদের সাবেক হুইপের নির্বাচনী গাড়িবহরের চাপায় প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র। নিহত স্কুলছাত্র রাকিবুল ইসলাম মুন্না (১৮) ফুটপাতে দাঁড়িয়েছিল।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেঙ্গলগেট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। মুন্না স্থানীয় নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপশহর নওয়াপাড়া গ্রামের মিল শ্রমিক ইউসুফ হোসেনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আবদুল ওহাব তার নির্বাচনী এলাকা যশোর-৪ আসনের নির্বাচনী প্রচারণার জন্য একটি গাড়িবহর নওয়াপাড়া বাজার থেকে বাঘারপাড়া উপজেলায় যাচ্ছিল।
গাড়িবহরটি যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গলগেট পার হওয়ার সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র মুন্নাকে চাপা দিয়ে চলে যায়।
গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেধাবী শিক্ষার্থী মুন্নার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন গাড়িচাপায় স্কুলছাত্র মুন্নার নিহতের খবর নিশ্চিত করেছেন।
খবর৭১/ই