তুনধারা সবসময় মানবতার পক্ষে : মোমিন মেহেদী

0
331

খবর৭১ঃনতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুনধারা সবসময় মানবতার পক্ষে। যে কারনে নারী বা পুরুষবাদ নয়; ইসলাম বা সনতান নয় আমরা সবার আগে মানবতার পক্ষে কাজ করি। পবিত্র কোরআন থেকে শুরু করে বিশ্বের সকল ধর্মে প্রথমত মানুষদের কথা বলা হয়েছে, এরপর যে যেই ধর্মের অনুসারী, সে সেই ধর্মের পদাঙ্ক অনুসরন করবে এটাই স্বাভাবিক। তাই ধর্মান্ধ, দুর্নীতিবাজ, জঙ্গী, নেশাক্রান্ত হবে, তা কোন ধর্মই স্বীকৃতি দেয় না।

১৬ অক্টোবর সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শারদীয় উৎসবের প্রচারপত্র, পোস্টার সহ বিভিন্ন উপহার সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেয়ার সময় উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, চঞ্চল মেহমুদ কাশেম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার ডেইলি টাইম বাংলার সম্পাদক ডা. সুলতানা রিক্তা, গাজী একরামুল হক লিটন, লায়ন সাঈদুজ্জামান জাহিদ ও রোটারিয়ান সুদেব চক্রবর্তী সিআইপি, আলতাফ হোসেন রায়হান, ভাইস চেয়ারম্যান ফরহাদুল ইসলাম কামাল, মাহামুদ হাসান তাহের, মুমতাহিনা মুন, মহাসচিব হাসিবুল হক পুনম, সিনিয়র যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, যুগ্ম মহাসচিব ফরহাদ শিমুল, আনোয়ার হোসাইন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী হরিদাস সরকার এসময় বলেন, নতুনধারা কাংলাদেশ এনডিবিকেই দেখেছি- সর্বোচ্চ শ্রদ্ধায় সকল ধর্মের মানুষের প্রতি আন্তরিক থাকতে। যা অন্য কোন রাজনৈতিক দলে নেই। আমি মনে করি রাজনৈতিকভাবে বাংলাদেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে সমাদৃত হবে বাংলাদেশের রাজনৈতিক দর্শন নতুনতন্ত্র বা নতুনবাদ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here