প্রতিটি হত্যাকাণ্ড বিএনপির হাত ধরেই হয়েছে : নাসিম

0
340

খবর ৭১: ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিটি হত্যাকাণ্ড বিএনপির হাত ধরেই হয়েছে। ২১ আগস্টের পর তিন বছর ক্ষমতায় ছিলেন তারা। কিন্তু বিচার করেননি। এখন পাপের ফল ভোগ করতে হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে তিনি এ সব কথা বলেন।

নাসিম বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল তা এই বিচারের মাধ্যমে পূরণ হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

বৈঠকে ১৪-দলীয় জোটের অন্যতম নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি এ রায়কে ফরমায়েশি রায় বলছে। তারা এ রায়ের পর এতটুকু বদলায়নি। এ রায়ে জজ মিয়া নাটক প্রমাণিত হয়েছে।

বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here