খবর৭১:ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের ক্ষত এখনো কাটেনি। এর মধ্যেই দেশটিতে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবারের এ ভূমিকম্প হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে তিনজন প্রাণ হারিয়েছে।
ইন্দোনেশিয়ার বালি ও জাভা দ্বীপপুঞ্জ উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের সময় সেখানে এক সম্মেলনে অংশ নিতে আসা আইএমএফের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের হোটেলগুলো কেঁপে ওঠে এবং সকলের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
দেশটিতে আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামির ফলে দুই হাজারেরও বেশি লোক নিহত হওয়ার মাত্র ১৫ দিন পর সেখানে এ ভূমিকম্প আঘাত হানলো।
ইন্দোনেশিয়ার বালি ও জাভা দ্বীপপুঞ্জ উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। এতে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় নেমে আসে।
খবর৭১/জি