শহরে দুর্বৃত্তদের হামলায় ১ ব্যক্তি আহত

0
323

মঈনুল হাসান রতন প্রতিনিধিঃ এনাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত এনাম হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুল গফুর।
স্থানীয় লোকজন জানায়, গতকাল রাত ১০টার দিকে শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার এলাকায় স্টাফ কোয়ার্টার রাস্তার মুখে ৭/৮ জনের একদল লোক এনাম উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধরক মারধর করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তার আত্মীয় সূত্রে জানা যায়, এনামকে হাসপাতাল নিয়ে গেলে হামলাকারীরা তাকে চিকিৎসা দিতেও বাধার সৃষ্টি করে।
সূত্র জানায়, এনাম আদম ব্যবসার সাথে জড়িত। সে হবিগঞ্জের বেশ কয়েক যুবককে অবৈধ পন্থায় লিবিয়া হয়ে গ্রীস প্রেরণের চুক্তি করে। কিন্তু লিবিয়া যাবার পর ওই যুবকরা মাফিয়া চক্রের হাতে ধরা পরে। মাফিয়ার হাত থেকে মুক্তির জন্য এনাম তাদের আত্মীয় স্বজনের নিকট থেকে আরো বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিলেও তাদের মুক্ত করতে সময় ক্ষেপন করতে থাকে। কারো কারো ধারনা এসব কারণেও বিক্ষুব্ধ হয়ে হামলার ঘটনা ঘটতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here