পবিত্র আখেরি চাহার সোম্বা ৭ নভেম্বর

0
454

খবর ৭১: যথাযথ মর্যাদা ও ধর্মীয় রীতির মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর, বুধবার সারা দেশে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে। হিজরি সালের সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সোম্বা পালিত হয়।

১০ অক্টোবর, বুধবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ১১ অক্টোবর, বৃহস্পতিবার ইউএনবির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার দেশের কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১২ অক্টোবর, শুক্রবার থেকে সফর মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৭ নভেম্বর (২৮ সফর) উদযাপিত হবে পবিত্র আখেরি চাহার সোম্বা।

ফারসি শব্দগুচ্ছ আখেরি চাহার সোম্বা অর্থ হচ্ছে শেষ চতুর্থ বুধবার। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগে সফর মাসের এই দিনে সুস্থতা বোধ করেছিলেন। এই দিনটিকে মুসলমানরা ‘শুকরিয়া’র দিন হিসেবে ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here