খবর৭১ঃমেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার সিআইডির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
সিআইডির খুদে বার্তায় বলা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের পাঁচ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সিআইডি কার্যালয়ে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
এর আগে, সারা দেশে গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর নয়টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
খবর৭১/ইঃ