এমডি ইকবাল হাসান, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
বীরমুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য জেনায়েত হোসেন মোল্লার লাশের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ অক্টোবর) বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে তিনি বয়সজনিত কারনে মৃত্যুবরণ করেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়ীয়া গ্রামের মৃত আ: মজিদ এর ছেলে জেনায়েত হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন।(ইন্না—রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে,দুই মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় তালবাড়ীয়া বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা ও নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এম,এম আরাফাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খবর৭১/ইঃ