মোংলা বন্দরে জাহাজ থেকে নদীতে পড়ে এক কর্মচারী নিখোঁজ

0
313

বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলা বন্দরের পশুর চ্যানেলে মঙ্গলবার দুপুরে কার্গো জাহাজ থেকে পড়ে মো. আসলাম (১৯) এক কর্মচারী (লস্কর) নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে পুলিশ, ডুবরি ও কার্গো জাহাজের ষ্টাফরা অভিযান চালাচ্ছেন। মোংলা থানা পুলিশ ও কার্গো জাহাজটির মাষ্টার মো. হোসেন জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইঞ্জিনিয়ারিং জেটি সংলগ্ন এলাকায় অবস্থানরত এমভি আয়েশা বিবি নামের কার্গো জাহাজ ধুয়ে-মুছে পরিস্কার করার সময় মঙ্গলবার দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হন ওই জাহাজের লস্কর মো. আসলাম। আসলাম বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মো. আল আমিনের ছেলে। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, কার্গো জাহাজটির পণ্য খালাসের পর সেটিকে পরিস্কার-পরিচ্ছন্ন করার সময় পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ওই জাহাজেরই কর্মচারী (লস্কার) মো. আসলাম। নিখোঁজের সন্ধানে দুপুর থেকেই পুলিশ, ডুবরি ও কার্গো জাহাজের ষ্টাফরা অভিযান চালায়ে যাচ্ছেন। #
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here