মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বাল্য বিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম।
এ সময় তিনি বলেন, কোন ক্রমেই বাল্য বিয়ে হতে দেয়া যাবেনা। বাল্য বিয়ের ফলে পারিবারিক ও সামাজিক সমস্যা তৈরি হয়। বাল্য বিয়ের শিকার মেয়েদের জীবন ঝঁকির মধ্যে থাকে। তিনি এ সময় ছেলে শিশুর পাশাপাশি কন্যা শিশুর প্রতি সমান দৃষ্টিতে দেখতে পিতামাতাদের আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, ভূমি কর্মকর্তা নূর আলম রনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকতা আছিয়া বেগম, কৃষি কর্মকর্তা রইস উদ্দিন, মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো, কাউন্সিলর আব্দুর রহমান প্রমুখ।
খবর৭১/এসঃ